কনস্টবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করায় সাতক্ষীরায় এক প্রার্থীর ৩ দিনের জেল

দ্বারা zime
০ মন্তব্য 305 দর্শন

 

সাতক্ষীরা জেলা পুলিশের কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সংক্রান্ত কাগজপত্র জালজালিয়াতি করার অপরাধে শম্ভু মন্ডলকে আটক করা হয়েছে। আটককৃত আসামে শম্ভুলাল আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের সতীশ মন্ডলের ছেলে।

সাতক্ষীরা জেলা পুলিশের মুখপাত্র ইয়াসিন আলম চৌধুরী জানান, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরিক্ষা-২০২৩ এর প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত প্রার্থীদের ১ম দিনের ইভেন্ট “শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” পরীক্ষা চলছিল সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে।

তিনি জানান, কঠোর নিরাপত্তা র ভিতরে শতভাগ স্বচ্ছতার সহিত নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের ইভেন্ট চলছিলো।হঠাৎ দুপুরে কাগজপত্র যাচাই-বাছাই কালে আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের সতীশ মন্ডলের ছেলে শান্তানু মন্ডলের আবেদনটি যাচাই-বাছাই কালে জালিয়াতি র প্রমান পাওয়া যায়।

জেলা পুলিশের মুখ মাত্র আরো জানান,বিষয়টি পুলিশ সুপার ও  কনস্টেবল নিয়োগ বোর্ডের  সভাপতি  কাজী মনিরুজ্জামান এঁর দৃষ্টিগোচর হলে তিনি তৎক্ষণাৎ শান্তনু  মন্ডল কে গ্রেপ্তারের নির্দেশ প্রদান করেন।পরে সাথে সাথে পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক আটককৃত আসামীকে মোবাইল কোর্টে সোপর্দ করা হয়।এ সময় মোবাইল কোর্টের বিঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন আটকৃত  শন্তানু মন্ডল কে মোবাইল কোর্ট মামলা -৬৮/২০২৩ এবং পরোয়ানা নং ০৭/২০২৩ মোতাবেক তাকে ৩ দিনের বিনাশ্রম জেল প্রদান করেন।

বিষয়টি নিয়ে জেলা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। জেলা পুলিশের কনস্টেবল  নিয়োগের প্রথম দিনের ইভেন্টে পুলিশ সুপারের সততা ও ন্যায়নীতি  জেলাব্যাপী প্রশংসিত  হয়েছে।পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি কাজী মনিরুজ্জামান কে ধন্যবাদ দিয়েছেন জেলার সুশীল সমাজ।

-প্রেস বিঞ্জপ্তি।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন