♠♠♠
নিজস্ব প্রতিবেদকঃ
কোনো প্রকার ইনফরমেশন বা প্রস্তুতি না নিয়েই আকস্মিক মাগুরা জেলা পরিদর্শন করলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান। অদ্য ১৫ই জুলাই রবিবার পরিদর্শনে এসে সর্বপ্রথম মাগুরা জেলা সার্কিট হাউজে তিনি মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে সালামি গ্রহণ করেন।

এ সময় সার্কিট হাউজে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার জনাব খান মুহাম্মাদ রেজোয়ান,অতিরিক্ত পুলিশ সুপার মোঃতরিকুল ইসলাম,সদর সার্কেল মাগুরা,সহকারী পুলিশ সুপার হেডকোয়াটার্স,ওসি সদর থানা সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সালামি গ্রহণ শেষে তিনি মাগুরা পুলিশ লাইন্সের উদ্দেশ্যে রওনা হন এবং মাগুরা পুলিশ লাইনের মাস্টার প্যারেডে অংশ গ্রহণ পূর্বক কুচকাওয়াজ পরিদর্শন করেন।পরে পুলিশ লাইন্সের অস্ত্রগার,স্টোর রুম,হাসপাতাল পরিদর্শন করেন।

পরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে জেলার আইনশৃঙ্খলার বিষয়ে খবরাখবর নেন। বিভিন্ন নথিপত্র পর্যালোচনার মাধ্যমে তিনি মাগুরা জেলার আইনশৃঙ্খলা অনেক উন্নত হয়েছে বলেও মন্তব্য করেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় পুলিশ সুপারকে ধন্যবাদ জানান। সেই সাথে মাদক ব্যবসায়ীদের সাথে কোনো পুলিশ কর্মকর্তা সখ্যতা গড়ে তুললে সাথে সাথে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন