♣♣♣♣
নিরাপদ সড়ক বাস্তবায়ন করার লক্ষে অন্যান্য জেলার ন্যায় সাতক্ষীরাতে সড়ক ও পরিবহণ সেক্টরে শৃংখলা ফিরিয়ে আনা,সড়কের নিরাপত্তা বজায় রাখাসহ সড়ক দূর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে সাতক্ষীরায় মোটরযানের উপর ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যহত রেখেছে জেলা প্রশাসন ও বিআরটিএ।

এরই ধারাবাহিকতায় সোমবার বিকালে শহরের বাঁকাল এলাকায় মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি চালক, যাত্রি ও পথচারীদের উদ্দ্যেশ্যে সচেতনতা বৃদ্ধিমুলক পরামর্শ প্রদান করাসহ লিফলেট বিতারণ করা হয়।

জেলা প্রশাসন,পুলিশ বিভাগ ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সমন্বয়ে সাতক্ষীরা জেলা শহরের বাঁকাল এলাকায় মোটরযান আইনের ১৯৮৩ এর বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে মোট ৭টি মামলার বিপরীতে ৬৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বিআরটিএ সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সজল মোল্লা ও বিআরটিএ’র মোটরযান পরিদর্শক আমির হোসেন সহ সঙ্গীয় পুলিশের ফোর্সের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এতে ৭টি মামলার বিপরীতে ৬৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন