♦♦♦♦♦
‘গাছ লাগান, মানুষ বাঁচান। একটি গাছ আগামী প্রজন্মের জন্য সঞ্চয়। পরিবশে রক্ষার জন্য বেশি বেশি করে গাছ লাগান। আগামীতে গাছ কাটবো না। গাছের সাথে বন্ধুত্ব অটুট রাখবো’ -গাছ নিয়ে এমন শপথ বাক্যে পাঠ করেন প্রায় ২০০ কৃষক।

মঙ্গলবার বিকালে সদর উপজেলার তুজলপুর কৃষক ক্লাবের সামনে গাছ বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। সদর উপজেলার তুজলপুর কৃষিক্লাব আয়োজিত ও আল আরাফা ইসলামী ব্যাংকের সহযোগিতায় গাছ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইয়ারব হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ান আওয়ামী লীগের সভাপতি রমজান আলি বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা ডা. আবুল হোসেন, আল আরাফা ইসলামী ব্যাংক ঝাউডাঙ্গা শাখার ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা আবুল খায়ের বিশ্বাস, ইউপি সদস্য শরিফুল ইসরাম ময়না, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. আনোয়ার হোসেন, ব্যাংক কর্মকর্তা শেখ জাবেদ পারভেজ, আশরাফুল ইসলাম, আল ফারুক, এম মোতাসিম বিল্লাহ, আবু মহসিন, মনিরুজ্জামন, কৃষিক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রহমান, প্রভাষক শাহাজান সিরাজ প্রমুখ। সভা পরিচালনা করেন ঝাউডাঙ্গা ডিগ্রী কলেেেজর প্রভাষক হাসান মাহমুদ রানা।
সূত্রঃপত্রদূত নেট।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন