♣♣♣♣
আমার পনের বছরের মেম্বর জীবনে, এমন জনবান্ধব, দায়িত্বসচেতন, কর্তব্য পরায়ন, নিষ্ঠাবান নির্বাহী অফিসার পাইনি। উল্লেখিত কথামালা সাতক্ষীরা সদর নির্বাহী অফিসার তহমিনা খাতুনকে উদ্দেশ্য করে বললেন ভোমরা ইউনিয়নের এক নং ওয়ার্ড (হাওড়দাহ) এর মেম্বর আশরাফুল ইসলাম ডাবলু। হাওড়দাহ সড়কের বিপদজনক পরিস্থিতি এবং সড়কটির সংস্কার বিষয়ে সম্প্রতি দৃষ্টিপাতে প্রতিবেদন প্রকাশিত হয়।

উক্ত সড়ক সংস্কারের বিষয়ে মেম্বর আশরাফুল ইসলাম ডাবলু দরখাস্ত নিয়ে নির্বাহী অফিসার বরাবর দাখিল করলে, এবং সড়কটির ভয়াবহ চিত্র সম্পর্কে অবগত হন। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা যে কোন সময় সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে হাওড়দাহ গ্রাম তলিয়ে যেতে পারে। সহ গ্রামটির অস্তিত্ব বিপন্ন হতে পারে। তাৎক্ষনিক ভাবে তিনি প্রকৌশলীকে সড়কটির বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন, কোন অবস্থাতেই জনভোগান্তী সরকারের কাম্য নয় সে বিষয়টিও তিনি আলোকপাত করেন। আশরাফুল ইসলাম ডাবলু মেম্বর আপডেট সাতক্ষীরাকে জানান, নির্বাহী অফিসার মহোদয় সত্যিকার অর্থে দীর্ঘসময় যাবৎ হাওড়দাহ সড়কের দূরবস্থার বিষয় শুনেছেন উক্ত সড়কের বিষয়ে আমি অনেক দপ্তরে অনেক স্থানে ধরনা দিয়েছি। কিন্তু কেউ এমন মনযোগ সহকারে এবং তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহনের ক্ষেত্র দেখাইনি। প্রশাসন পরিবারে এমন জনবান্ধব, মানবিক সদস্যের উপস্থিতি দেশকে অনেক দুর এগিয়ে নেবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন