♦♦♦♦♦
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
চলো যাই যুদ্ধে….মাদকের বিরুদ্ধে” উক্ত শ্লোগান কে সামনে রেখে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার নাথের নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে সঙ্গীয় সাব-ইন্সপেক্টর প্রদীপ কুমার সানা,সহকারী সাব-ইন্সপেক্টর মোঃ আনিসুর রহমান, সহকারী সাব-ইন্সপেক্টর মোঃ কবির হোসেন এবং ফোর্স এর সহায়তায় ইং ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখ ২১.০৫ ঘটিকায় আশাশুনি থানাধীন তেতুঁলিয়া বাজারে জনৈক মোঃ আল-আমিন ইসলাম এর ইলেট্রিক দোকানের সামনে কাদাকাটি হইতে প্রতাপনগর গামী পাকা রাস্তার উপর হইতে ৫৭ পিচ ইয়াবা সহ আসামী মোঃ হাসান গাজী (২৫), পিতা- মৃত খায়রুল গাজী, গ্রাম-কাপসন্ডা, থানা-আসাসুনি, সাতক্ষীরাকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিঃশ্চিত করে আশাশুনি থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার নাথ আপডেট সাতক্ষীরার পরিচালক কে বলেন,জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদুর রহমান মহোদয়ের কঠোর নির্দেশনা মোতাবেক আশাশুনি থানা পুলিশ উপজেলার বিভিন্ন মাদক স্পটে ব্লক রেইড অভিযান পরিচালনা করে যাচ্ছে।তার ই ধারাবাহিকতায় গতকাল রাতে ৫৭ পিস ইয়াবা সহ হাসান গাজী কে আটক করা হয়েছে।তিনি আরো জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আশাশুনি থানার মামলা নং-১৩(০৯)১৮ রুজু করা হয়। পরবর্তীতে ইং ১০ সেপ্টেম্বের ২০১৮ তারিখ সকালে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।