সাতক্ষীরার একমাত্র ইংরেজী ভার্সন বিদ্যাপিঠ পিএন বিয়াম ল্যাবরেটরী স্কুল অতি উচ্চতায় পৌছেছে। জেলার বিশলক্ষাধীক মানুষের ইচ্ছা আগ্রহ আর আশার আলোয় আলোকিত এই আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান। জেলা প্রশাসন পরিচালিত জেলা সদরের প্রাথমিক শিক্ষা অফিস সংলগ্ন মাঠ সংলগ্ন বিদ্যালয়টি ইংরেজী ভাষা শৈলীর, গাথুনীর অনন্য অসাধারণ প্রতিষ্ঠান, সাতক্ষীরার মান সম্মত শিক্ষার ক্ষেত্র হিসেবে সাম্প্রতিক বছরে বিদ্যালয়টি বিশেষ ভাবে সাফল্যের ক্ষেত্র বিস্তৃত করেছে এমন অভিমত অভিভাবক সহ শিক্ষিত সমাজের বছর দেড়েক পূর্বেও প্রতিষ্ঠানটি নাজুক পরিস্থিতিকে সঙ্গী করে চলছিল, কিন্তু বর্তমানের চিত্র সম্পুর্ণভাবে ভিন্ন। সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন বিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহনের মাধ্যমে বিদ্যালয়টি আধুনিক শিক্ষাবান্ধব, ইংরেজি শিক্ষার অবাধ ক্ষেত্র নিশ্চিত করন, দক্ষ শিক্ষক নিয়োগ, শ্রেণী কক্ষ পাঠদান, পাঠ আদায়, একাডেমিক ক্যালেন্ডারের প্রবর্তন। শিক্ষকদের নিয়মিত পাঠদান, বাড়ীর পড়া, ক্লাসের পড়া সর্বপরি বিদ্যালয়টির শিক্ষার মান উন্নয়নে নানান ধরনের আধুনিক প্রযুক্তি নির্ভর সংস্কার সহ শৃংখলা এবং নিয়মানুবর্তীতার প্রবর্তন ঘটান, অধ্যক্ষের নিয়মিত ক্লাস নেওয়া, পাঠদান করা এবং পাঠদান পরিদর্শন শিক্ষার্থীদের সুবিধা, অসুবিধা, সম্ভাবনা যাবতয়ি বিষয়ে খোজ খবর রাখা অভিভাবক মহল সহ সাতক্ষীরা বাসি পিএন বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রতি ঝুকছে। অধ্যক্ষ এবং সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন জানান ইতিমধ্যে দুই হাজার উনিশ সালের শিক্ষাবর্ষে প্লে গ্র“প হতে নবম শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বিদ্যালয়ের বর্তমান পাঠদান এবং অত্যন্ত ভাল পরিবেশের জন্য শিক্ষার্থীরা ব্যাপক হারে ঝুকছে, সাতক্ষীরা বাসীর জন্য দৃশ্যত: পিএন বিয়াম ল্যাবরেটরী স্কুল আর্শীবাদ হিসেবে অধিভূত হয়েছে আর এমনটি সম্ভব হয়েছে বর্তমান চলমান সংস্কার কর্মকাণ্ডের তথা উপযুক্ত শিক্ষার পরিবেশের কারনে। প্রযুুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, ইংরেজী শিক্ষার অত্যন্ত মননশীল প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের বিনোদন এবং নিরাপত্তার ব্যবস্থা সুসংহত। একাডেমিক সংস্কারের পাশাপাশি অবকাঠামোতে সংস্কার চলছে প্রাচীর এবং গেট নির্মান প্রতিষ্ঠানটির নিরাপত্তা ও বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করছে। অধ্যক্ষ এবং সদর নির্বাহী অফিসার তহমিনা খাতুন জানান সাতক্ষীরার জন সাধারনের জন্য এই প্রতিষ্ঠানটি কেবল আর্শীবাদ নয় সাতক্ষীরাকে সমৃদ্ধ করে চলেছে। তিনি বলেন আমাদের জেলা প্রশাসক স্যার প্রতিনিয়ত পিএন বিয়াম ল্যাবরেটরী স্কুলের খোজ খবর রাখেন। মহাদয়ের নির্দেশনায় এবং আন্তরিকতা আমি সহ অপরাপর শিক্ষকরা প্রতিষ্ঠানটির অধিকতর উন্নয়নে কাজ করে চলেছি। সাতক্ষীরার শহরের সীমানা পেরিয়ে জেলার উপজেলার প্রত্যন্ত এলাকায় জেলার একমাত্র ইংরেজী ভার্সন স্কুলের সুনাম ছড়িয়ে পড়ছে। বিধায় গ্রামের শিক্ষাথীর ও স্কুলটিতে ভর্তির প্রতিযোগিতায় নেমেছে। প্রতিষ্ঠানটি অধিকতর আলোয় আলোকিত হোক এমন প্রত্যাশা অভিভাবকদের।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন