মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষ্যে পুলিশ বাহিনীর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছেন বরিশাল রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।
সোমবার ১৬-১২-২০১৯ খ্রিঃ মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষ্যে সকাল ১১:৩০ ঘটিকায় বরিশাল জেলা পুলিশ এর আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ।
অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান ৮৯ জন পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। সম্মানিত মুক্তিযোদ্ধাগণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন তাদের ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।
এসময় রেঞ্জ ডিআইজি উপস্থিত প্রত্যেক পুলিশ মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ এ কে এম এহসানউল্লাহ, অতিরিক্ত ডিআইজি, বরিশাল রেঞ্জ; জনাব মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), সাধারণ সম্পাদক, জেলা কমিউনিটি পুলিশিং, বরিশাল জেলাসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), পুলিশ সুপার, বরিশাল জেলা।
এর আগে স্বাধীনতার ৪৮ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণে বিজয় দিবস ২০১৯ উপলক্ষে বরিশাল শহরের প্রাণকেন্দ্রে শহীদ মুক্তিযোদ্ধা বেদীতে এবং ত্রিশ গোডাউন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশাল রেঞ্জের ডি আই জি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ এ কে এম এহসানউল্লাহ, অতিরিক্ত ডিআইজি, বরিশাল রেঞ্জ; জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং, পুলিশ সুপার (ফিন্যান্স এন্ড ডিসিপ্লিন), ডিআইজি অফিস, বরিশাল; জনাব মোঃ ফয়েজ আহমেদ, পুলিশ সুপার, ডিআইজি অফিস বরিশালসহ ডিআইজি অফিসের অফিসার, ফোর্স ও সিভিল স্টাফবৃন্দ।
পরবর্তীতে সকাল ৯ ঘটিকায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে রেঞ্জ ডিআইজি কুচকাওয়াজ পরিদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন।