খুলনার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম বলেছেন জেলার মধ্যে বদলির ক্ষেত্রে কোন তদবির-জ্যাক বা টাকা-পয়সায় কাজ হবে না। খুলনা জেলায় পুলিশের বদলি হবে লটারির মাধ্যমে। রবিবার সকালে শিরোমনিস্থ খুলনা জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যান সভায় পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম এসব কথা বলেন। কল্যান সভায় উপস্থিত সকলের সামনে পুলিশ সুপার লটারির মাধ্যমে সকল প্রকার তদবির- সুপারিশের উর্ধ্বে থেকে পুলিশ সদস্যদের জেলার অভ্যান্তরে পোস্টিং করেন।
পরে অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের কে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার। মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম।
সভায় এ সময় খুলনার অতিরিক্ত পুলিশ সুপার ও পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ,. অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামান ক-সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার(উত্তর) মোঃআলম সিদ্দিিকী,
অতিরিক্ত পুলিশ সুপার শেখ আব্দুল্লাহ বিন কালাম সি-সার্কেল,সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম ডি-সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার সদর এএন এম ওয়াসিম ফিরোজ, ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব,পাইকগাছা থানার ওসি এমদাদুল হক শেখ সহ খুলনা জেলা পুলিশের সকল ইউনিটের প্রধান গণ মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন।