খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সন্মেলন কক্ষে সোমবার সকালে বিশেষ শাখার কার্যক্রম সংক্রান্ত বিফ্রিং অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি(স্পেশাল ব্রাঞ্চ) মীর শহীদুল ইসলাম, বিপিএম(বার), পিপিএম এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিশেষ শাখার কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ ব্রিফিং প্রদান করেন।
খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার)এর সভাপতিত্বে উক্ত ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কশিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম, খুলনা পিটিসি’র কমান্ড্যান্ট (ডিআইজি) জনাব আব্দুল কুদ্দুছ আমিন,খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন এন্ড ফিন্যান্স) মোঃ হাবিবুর রহমান বিপিএম,কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম,খুলনা পিটিসি’র অতিরিক্ত ডিআইজি মোঃহাবিবুর রহমান খান,খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম,খুলনা আরআরএফ(কমান্ড্যান্ট) মোছাঃ তাসলিমা খাতুন,যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ আলী পিপিএম ,সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার),
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র পিপিএম,নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার),মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলী,কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম,ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান,মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ান আলী,চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম সহ খুলনা জেলার সকল পুলিশ সুপার গণ ও খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উক্ত ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।ব্রিফিংয়ে অতিরিক্ত আইজিপি মীর শহিদুল ইসলাম বিশেষ শাখার কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।