সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে আইনজীবী সহকারী সমিতির কতিপয় অসাধু মহুরী তাদের অফিস কক্ষে বিআরটিএ অফিসের ফরম, ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ীর অন্যান্য কাগজপত্র তৈরী করার আবেদন ইত্যাদির কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছে। এরূপ গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৪/০২/২০২০ খ্রিঃ তারিখ বেলা ১১,৫০ ঘটিকার সময় সাতক্ষীরা জেলা প্রশাসনের  নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সাতক্ষীরা থানা পুলিশ  ৩০৬নং কক্ষের তালা ভেঙ্গে তল্লাশী অভিযান পরিচালনা করে।

অভিযান চালিয়ে বিআরটিএ অফিসের বিপুল পরিমান কাগজপত্র, চিকিৎসকদের জাল সীল, সত্যায়নকারী বিভিন্ন সরকারী কর্ম
কর্তাদের জাল সীল, নগদ ৩৮৩০০/- টাকা, ০১টি মোবাইল ফোন ইত্যাদি জব্দ করা হয়। অভিযানের খবর টের পেয়ে দালাল চক্র রুমে তালা লাগিয়ে পালিয়ে যায়। উক্ত কক্ষটি বর্তমানে সীলগালা করা হয়েছে।

সাতক্ষীরা আদালতের আইনজীবী সহকারী (ক্লাক) ভবনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার(২৪ ফেব্রুয়ারী)  দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই রুমে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় রুমের তালা ভেঙ্গে ভিতরে থাকা বিভিন্ন টেবিলের ড্রয়ার থেকে বিআরটিএ অফিসের আওতাধীন বিভিন্ন গাড়ির কাগজপত্র, কর্মকর্তা ও চিকিৎসকদের জাল সিল, নগদ ৩৮ হাজার ৩শ টাকা ও মোবাইল সেট জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে রুমের মালিক নয়ন, বাবলু ও মামুন পালিয়ে যায়। পরে কাউকে না পেয়ে রুমটি সিলগালা করে আদালত।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন