
বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী বলেছেন, বাংলাদেশে যেসব মাদক সেবন করা হয়, তার বেশিরভাগই দেশের বাইরে থেকে আসে। দেশের মধ্যে যদি মাদকের চাহিদা থাকে তাহলে যেকোনোভাবে মাদক আসবে। সেক্ষেত্রে দেশের বাইরে থেকে মাদকের সাপ্লাই যেন না আসতে পারে সেজন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে মাদক সরবরাহ বন্ধ করতে হবে।
মঙ্গলবার (০৯ মার্চ) দুপুরে বাগেরহাটে পুলিশ সুপারের নবনির্মিত বহুতল কার্যালয় উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশের মূল কাজ সেবা দেওয়া। পুলিশকে অবশ্যই সেবা দিতে হবে। ইতোমধ্যে আমরা পুলিশের সব সদস্যকে সেবার মানষিকতায় উজ্জীবিত করেছি। বাংলাদেশ পুলিশ সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। পুলিশের এ চেষ্টা অব্যাহত থাকবে।
এরআগে, আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী হেলিকপ্টারে খানজাহান আলী কলেজ মাঠে নামেন। সেখান থেকে শহরের খারদ্বারে নবনির্মিত পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। এরপর ফিতা কেটে ও বেলুন উড়িয়ে নবনির্মিত পুলিশ সুপারের কার্যালয়ের বহুতল ভবনের উদ্বোধন করেন।

নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন,খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রশাসন মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) একেএম নাহিদুল ইসলাম জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট পৌর মেয়র খাঁ হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, জেলা পুলিশিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মোজাফফর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
নয়টি পুলিশ সুপার অফিস ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ৯ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকায় বাগেরহাট শহরের খারদ্বারে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয় নির্মাণ করা হয়। ২০১৬ সালের নভেম্বর মাসে এই ভবন নির্মাণের কাজ শুরু হয় এবং ডিসেম্বর ২০১৯ এ কাজ শেষ হয়।
