পবিত্র মাহে রমজানে করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ ইফতার বাজার চালু করা হয়েছে।
শনিবার বিকেলে সাতক্ষীরা সার্কিট হাউজ থেকে এর কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক, এস এম মোস্তফা কামাল, পুলিশ সুপার, সাতক্ষীরা, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
এসময় ১৬ টি ভ্রাম্যমাণ দোকান প্রতিদিন বিকাল ৫:০০ টা হতে সন্ধ্যা ৬:১৫ টা পর্যন্ত সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার সামগ্রী বিক্রি করবে।জেলা প্রশাসক এ সময় সবাই কে ঘরে থাকতে ও নিরাপদে থাকতে আহবান জানান। এসময় সদর উপজেলার নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী,এনডিসি সাইফুল ইসলাম সজল সহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ উপস্থিত ছিলেন।