সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) বলেছেন,তাঁর ব্যক্তিগত ফেইজবুক আইডি Mostafigur Rahman তে বন্ধুর সংখ্যা ৫ হাজার পুর্ন হয়ে গেছে। এমতাবস্থায় তিনি ইচ্ছা থাকা সত্তেও কাউকে ফেইজবুকে নিতে পারছেন না।তবে ইচ্ছে হলে ফলো করার উপদেশ দিয়েছেন তিনি। শনিবার দুপুর তিনটার দিকে তিনি তার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে এবিষয়ে একটি স্টাটাস দিয়েছেন। স্টাটাসটি হুবাহু তুলে ধরা হলো….
প্রিয় ভাই বন্ধুগণ আমার ফেসবুকে ৫০০০ সদস্য পূর্ণ হওয়ায় আর কারো অনুরোধ নিতে পারছিনা,আপনারা ইচ্ছা করলে ফলো করতে পারেন। ধন্যবাদ।
তবে এবিষয়ে পুলিশ সুপারের যারা ভক্ত তারা বলেছেন আমরা প্রত্যেকে ই পুলিশ সুপার মহোদয়ের মানবিক কার্যক্রম গুলোর আপডেট দেখতে চাই।
পুলিশ সুপারের ভক্তরা আরো বলেছেন পুলিশের আইজিপি ড.বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের যেমন Benazir Ahmed নামক ফ্যান পেইজ আছে,ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ হাবিবুর রহমান বিপিএম(বার) পিপিএম(বার) মহোদয়ের যেমন Habibur Rahman নামক ফ্যান পেইজ আছে। ঠিক আমরা পুলিশ সুপার মহোদয়ের ভক্তরা Mostafigur Rahman নামে একটি ফ্যান পেইজ দেখতে চাই। যাতে করে তিনি সাতক্ষীরা থেকে অন্যান্য চলে গেলেও আমরা তাঁকে প্রতি নিয়ত দেখতে পাবো তাঁর ফ্যান পেজে।
উল্লেখ্য সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) সাতক্ষীরারা যোগদানের এখনো এক বৎসর ও পুরিনি তার মধ্যে তিনি তাঁর মানবিক কার্যক্রম, করোনা প্রতিরোধে বলিষ্ট ভুমিকা, ন্যায় বিচারের প্রাধান্য্য দেওয়া ,থানায় বিনা মুল্যে সেবা প্রদান, দ্রারিদ্রের পাসে থেকে ধনীদের মোকাবিলা করা, সন্ত্রাস-মাদক ও জঙ্গি দমনে সাতক্ষীরার সকল স্থরের মানুষের মন জয় করে চলেছেন।