পুলিশের সামাজিক দুরত্ব নিশ্চিত করতে ও করোনা ঠেকাতে সাতক্ষীরায়  পুলিশের জন্য খোজা হচ্ছে বাড়ি। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) সাতক্ষীরা পুলিশ লাইন্সে রিজার্ভ ফোর্সের বসবাসের জন্য ও ফোর্সের নিরাপত্তার জন্য  এ নতুন উদ্যোগ হাতে নিয়েছেন। খোজ নিয়ে জানা যায় সাতক্ষীরা পুলিশ লাইন্সের মেসে ঘনঘন বেড দেওয়া সরকারি নিয়ম অনুযায়ী। কিন্তু করোনা পরিস্থিতি বিবেচনা করে পুলিশ সদস্যদের বসবাসের ক্ষেত্রে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে এ পদক্ষেপ নিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।

তারই ধারাবাহিকতা রবিবার সকালে সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ এঁর নেতৃত্বে ডিএসবির সহকারী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, ডিবির ওসি মোঃ মহিদুল ইসলাম, ডিবির পরিদর্শক হারাণ চন্দ্র পাল  শহরের বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যদের বসবাসের জন্য ভালো পরিবেশের বড় আকৃতির ভবন খুঁজেছেন।তার মধ্যে নবজীবন ইনস্টিটিউট, হোটেল আল কাশেম সহ কয়েকটি ভবন পরিদর্শন করেন আজ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন