শেখ আরিফুল ইসলাম আশা :  সাতক্ষীরায় প্রথম করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মী সুমন করোনা যুদ্ধে জয়ী হয়ে সুস্থ্যতা লাভ করেছেন। দীর্ঘ এক মাস লকডাউনে গৃহবন্দী থেকে চিকিৎসা নিয়ে স্বাস্থ্যকর্মী সুমনের পরপর ১৩ মে ও ১৪ মে  দুটো রিপোর্ট করোনা  নেগেটিভ  এসেছে। বিষয়টি জানতে পেরে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃহুসাইন শাফায়ত  শুক্রবার দুপুরে  শহরের উত্তর কাটিয়া গ্রামে করোনা জয়ী সুমন কে স্বাগত জানাতে যান ফুল ও ঝুড়ি ভর্ত্তি ফল নিয়ে।

এসময় জেলা প্রশাসকের আগমন  দেখে করোনা জয়ী সুমন ও তার পরিবার আবেগে আপ্লুত হন। জেলা প্রশাসক এসময়  করোনাজয়ী  সুমনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল ও ফলের ডালি উপহার দেন।জেলা প্রশাসক এসময় করোনা জয়ী সুমনের সুস্থতার বিষয়টি মোবাইল ফোনে বিভাগীয় কমিশনার ড.আনোয়ার হোসেন হাওলাদার কে অবগত করলে বিভাগীয় কমিশনার করোনা জয়ী সুমনের সাথে কথা বলতে চান।এসময় জেলা প্রশাসক বিভাগীয় কমিশনারের সাথে করোনাজয়ী সুমনকে কথা বলিয়ে দেন। বিভাগীয় কমিশনার এসময় সুমন কে অভিনন্দন জানান ও  সুমনের সুস্থতার খোজ খবর নেন এবং সুমন কে আরো কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দেন।

এসময় সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত করোনাজয়ী সুমন কে সুস্থ্যতার সার্টিফিকেট তুলে দেন এবং সুমন কে করোনা মুক্ত হিসাবে ঘোষনা করলে জেলা ম্যাজিস্ট্রেট  করোনা জয়ী সুমনের বাড়ি লক ডাউন তুলে দেন সাথে লাল পতাকা নামিয়ে দেন।এসময় জেলা প্রশাসকের সাথে সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত, এমও সিএস ডাঃজয়ন্ত সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২৫ এপ্রিল যশোর হতে শার্শায় কর্মরত মেডিকেল টেকনিশিয়ান মাহমুদুল হাসান সুমনের করোনা পরীক্ষার নমুনা পাঠানো হলে পরের দিন ২৬ এপ্রিল তিনি করোনা আক্রান্ত হিসাবে সনাক্ত হন। তখন মাহমুদুল হাসান উত্তর কাটিয়া, সাতক্ষীরায় তার বাসাতে অবস্থান করায়, সাথে সাথে সাতক্ষীরা জেলা পুলিশ, উত্তর কাটিয়ায় অবস্থিত তার বাসাটি লকডাউন করে এবং তিনি বিভিন্ন সময় যে সমস্ত ব্যক্তিদের সংস্পর্শে গিয়েছিলেন এবং যারা তার দ্বারা সংক্রমিত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল, এমন পাঁচটি বাসা ( রাজনগর, লাবসায় অবস্থিত) লকডাউন করা হয়। লকডাউন থাকাকালে সাতক্ষীরা জেলা পুলিশ উক্ত ব্যক্তিদের নিয়মিত খোঁজখবর রাখে এবং প্রয়োজনীয় সহযোগিতা করে। করোনা সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা জেলা পুলিশ মাহমুদুল হাসান সুমনের উত্তর কোরিয়ায় অবস্থিত বাসাসহ তার রাজনগরে অবস্থিত গ্রামের বাসা এবং আরো চারটি বাসা 24/7 নজরদারিতে রাখে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন