খাদ্য সহায়তা পাবেন কিন্তু স্বাস্থ বিধি মেনে না চললে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ হবে : এমপি রবি

দ্বারা zime
০ মন্তব্য 146 দর্শন

 

খাদ্য সহায়তা পাবেন কিন্তু স্বাস্থ বিধি মেনে না চললে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ হবে-এমপি রবি


মাহফিজুল ইসলাম আককাজ : জননেত্রী শেখ হাসিনার আহবানে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে কর্মহীন অসহায় মানুষকে সহযোগিতা করার নির্দেশনা মোতাবেক পবিত্র রমজানে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ মে) ২১ শে রমজান বেলা সাড়ে ১১টায় পুরাতন সাতক্ষীরা এলাকায় পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ’র নিজস্ব অর্থায়ণে এ ইফতার সামগ্রী প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জননেত্রী শেখ হাসিনা বলেছেন দেশে খাদ্য সংকট নেই। খাদ্য সহায়তা ও নগদ অর্থ আপনারা পাবেন। আল্লাহর অস্তে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরে অবস্থান করেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখেন। খাদ্য সহায়তা পাবেন কিন্তু স্বাস্থ বিধি মেনে না চললে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়লে চিকিৎসা পাওয়া খুবই কঠিন হবে। জননেত্রী শেখ হাসিনা বাংলার জনগণের কল্যাণে করোনা প্রতিরোধে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। সেজন্য সকলের কাছে মানবতার মা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ কামনা করেন এমপি রবি।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুনি উর রশিদ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, পৌরসভার ০৩নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, হারুন উর রশিদ প্রমুখ। জননেত্রী শেখ হাসিনার আহবানে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে কর্মহীন অসহায় মানুষকে সহযোগিতা করার নির্দেশনা মোতাবেক গত ২৮ এপ্রিল’র পরে দ্বিতীয়বারের মতো পবিত্র রমজানে পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ’র নিজস্ব অর্থায়ণে ৬০০টি পরিবারের মাঝে সেমাই, সুজি, চিনি, ছোলা, তেল, কিচমিচ ও হাতকে জীবাণুমুক্ত রাখতে সাবানসহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান। এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন