গণপরিবহনে সরকারি আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা : সাতক্ষীরার এসপি মোস্তাফিজুর রহমান

দ্বারা zime
০ মন্তব্য 189 দর্শন

 

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) বলেছেন গণপরিবহনে সরকারি আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।সুতরাং করোনা প্রতিরোধ কল্পে গণপরিবহনে সরকারি আদেশ মেনে যাতায়াত করুন। বুধবার রাত ১০ টার দিকে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) তাঁর অফিসিয়াল ফেইজবুক Sp Satkhira district আইডি থেকে এমন সতর্কবাতা দিয়েছেন পরিবহন মালিক ও পরিবহন শ্রমিকদের প্রতি।

এর আগের দিন পুলিশ সুপার সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন মালিক ও পরিবহন শ্রমিকদের সাথে করোনা প্রতিরোধে করনীয় বিষয়ে ব্রিফিং প্রদান করেন এবং পরিবহন শ্রমিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

খোজ নিয়ে জানা যায় সাতক্ষীরা জেলা পুলিশ খুলনা থেকে সাতক্ষীরা প্রবেশের সীমান্তে চেকপোস্ট বসিয়ে গণপরিবহনে করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি মানছে কিনা তা তল্লাশি করছেন। খোজ নিয়ে আরো জানা যায় গণপরিবহনে যারা সরকারি আদেশ অমান্য করছেন তাদের বিরুদ্ধে পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক  সাতক্ষীরা ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত টিআই মোমিন হোসেনের নেতৃত্বে ট্রাফিক পুলিশের পরিদর্শক হাসান মল্লিক, সার্জেন্ট মাসুদ, সার্জেন্ট অনিমেষ রায়,সার্জেন্ট শুভ্র, সার্জেন্ট শরিফুল ইসলাম, সার্জেন্ট মামুন সহ সঙ্গীয় ফোর্স  আইনগত ব্যবস্থা নিচ্ছেন। একারনে সকল গণপরিবহনের চালক ও হেলপার দের কে করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন