সাতক্ষীরা জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন পরিবহন কাউন্টার ও বাস-টার্মিনালের টিকিট কাউন্টারে পরিবহন শ্রমিকদের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর দিক নির্দেশনা সাতক্ষীরা জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর হাসান মল্লিকের নেতৃত্বে বিআরটিএ’র ইন্সপেক্টর আরিফিন সার্জেন্ট শরিফুল,সার্জেন্ট মামুনুর রহমান,সার্জেন্ট অনিমেষ রায়, সার্জেন্ট শুভ্র সহ সঙ্গীয় ফোর্স শহরের সঙ্গীতা মোড়ে অবস্থিত সাতক্ষীরা এক্সপ্রেস কাউন্টার, কে লাইন কাউন্টার, একে ট্রাভেল্স, হানিফ, এসপি গোল্ডেন লাইন, ঈগল কাউন্টারের ম্যানেজার ও পরিবহনের ড্রাইভার ও সুপারভাইজার দের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতা মুলক (সরকারী) নির্দেশনা মুলক লিফলেট বিতরণ করেন ও পরিবহনে যাত্রী উঠানোর ক্ষেত্রে কি কি করনীয় সে বিষয়ে ব্রিফিং প্রদান করেন।
লিফলেট বিতরণ কালে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর হাসান মল্লিক পরিবহন কাউন্টারের ম্যানেজার – সুপারভাইজার ও ড্রাইভার দের উদ্যেশে বলেন পরিবহনে যাত্রী উঠানোর আগে যাত্রীদের হাতে হ্যান্ড স্যানিটাইজার মারতে হবে সাথে সাথে যাত্রীদের সাথে থাকা ল্যাগেজ গুলোতেও স্যানিটাইজার মেরে নিতে হবে।তিনি বলেন একটি সিটের এক প্রান্তে একজন ও অপর প্রান্তে আর একজন যাত্রী বসাতে হবে।তিনি আরো বলেন প্রত্যেক যাত্রী সহ পরিবহনের ড্রাইভার – সুপার ভাইজার ও হেলপারদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
এবিষয়ে জানতে চাইলে ট্রাফিক পুলিশের পরিদর্শক হাসান মল্লিক জানান সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক ও সাতক্ষীরা বিআরটিএ’র সহযোগিতায় বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন পরিবহন কাউন্টারে করোনা প্রতিরোধে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়েছে ও পরিবহন শ্রমিকদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরো জানান পরিবহন শ্রমিকরা যদি সরকারি আদেশ না মেনে চলেন তাহলে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করবেন।