“মুক্তিযুদ্ধে পাইকগাছা” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে খুলনার ডিসি মোহাম্মদ হেলাল হোসেন

দ্বারা zime
০ মন্তব্য 178 দর্শন

 

পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে “মুক্তিযুদ্ধে পাইকগাছা” বইয়ের মোড়ক উন্মোচন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের বিভিন্ন বই বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আরাফাতুল আলম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরন মন্ডল, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এইচ এম জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের মোঃ খালেকুজ্জামান, কপিলমুনি মেহেরুননেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, প্রধান শিক্ষক মিলি জিয়াসমিন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও আব্দুল আজিজ, সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর।

আলোচনা সভা শেষে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন “মুক্তিযুদ্ধে পাইকগাছা” বইয়ের মোড়ক উন্মোচন করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট মুক্তিযুদ্ধের বিভিন্ন বই প্রদান করেন। উল্লেখ্য “মুক্তিযুদ্ধে পাইকগাছা” বইটির সম্পাদনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন