আসন্ন ঈদকে কেন্দ্র করে  মহাসড়কে বাইক রেস বন্ধে  ও  সড়কে শৃংখলা ফেরাতে মাঠে নেমেছে সাতক্ষীরা ট্রাফিক পুলিশ।

 

শুক্রবার বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল মোড়ের বাইপাস সড়কের তিন রাস্তা মোড়ে দেখা যায় ট্রাফিক পুলিশের অভিযানের চিত্র। সেখানে গিয়ে দেখা যায় ট্রাফিক পুলিশের পরিদর্শক হাসান মল্লিকের নেতৃত্বে  পরিদর্শক কামরুজ্জামান, সার্জেন্ট অনিমেষ রায়, ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুকুল, সার্জেন্ট শরিফুল, সার্জেন্ট মামুন ও সঙ্গীয় ফোর্স অবৈধ যানচলাচলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন।অভিযানে হেলমেট বিহিন চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী জরিমানা প্রদান করা হচ্ছে। সাথে সাথে ড্রাইভিং লাইসেন্স, ইন্সুরেন্স ও রেজিষ্ট্রেশন বিহিন মোটরসাইকেল গুলো আটক করা হচ্ছে।অনেক চালকরা পুলিশের অভিযান দুর থেকে দেখে দ্রুত ঘুরে অন্য রাস্তায় চলে যাচ্ছে মামলার ভয়ে।

এবিষয়ে ট্রাফিক পুলিশের টিআই হারুন উর রশিদ বলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক ও সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মো: আসাদুজ্জামানের তত্বাবধানে ট্রাফিক পুলিশ শুক্রবার বিকাল থেকে কাগজপত্র দেখাতে না পারায়  ১২ টি মটর সাইকেল আটক জব্দ করে এবং বিভিন্ন অপরাধে ১৪ টি মামলা দায়ের করে।তিনি আরো জানান প্রতি শুক্রবার বা বিভিন্ন ছুটির দিনে সাতক্ষীরা বাইপাস সড়কে উঠতি বয়সের তরুণেরা বাইক রেস দিয়ে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে। এসব উঠতি বয়সের তরুণদের জীবন বাঁচাতে ও মহাসড়কে শৃংখলা ফেরাতে সাতক্ষীরা ট্রাফিক পুলিশের এধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান ট্রাফিক পুলিশের টিআই হারুন-উর রশিদ। 

 

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন