দস্যুমুক্ত সুন্দরবন বিনির্মাণে খুলনার দাকোপ থানা পুলিশের টহল জোরদার

দ্বারা zime
০ মন্তব্য 852 দর্শন

 

দস্যুমুক্ত সুন্দরবন বিনির্মাণে ও সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করতে নিয়মিত টহল পরিচালনা করছেন খুলনা দাকোপ থানা পুলিশ।তারই ধারাবাহিকায় খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম এঁর দিক নির্দেশনা মোতাবেক খুলনা দাকোপ থানার অফিসার ইনচার্জ সেকেন্দার আলীর নেতৃত্বে  শনিবার দিন ভোর দাকোপ থানাধীন সুন্দরবন রেঞ্জের আসপাস এলাকায় অভিযান চালানো হয়।

দাকোপ থানার ওসি সেকেন্দার আলীর নেতৃত্বাধীন টিম একটি জলযান যোগে শনিবার দিনভোর জলসদ্যু খুজতে অভিযান চালায়। অভিযান শেষে দাকোপ থানার ওসি সাংবাদিকদের জানান মাননীয় ইন্সপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ বিপিএম(বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম(বার) এঁর তত্বাবধানে ও খুলনা জেলা পুলিশ পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম এঁর নেতৃত্বে যেকোনো মূল্যে আমরা দস্যুমুক্ত মুক্ত সুন্দরবন গড়ে তুলবো।

তিনি বলেন ইতিমধ্যে সুন্দরবনস্থ নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান কারেন্ট জাল ও মাছধরার সামগ্রী সহ কয়েকটি নৌযান আটক করেছে খুলনা জেলা পুলিশ। এবিষয়ে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন