একজনের জন্য পুরো পরিবারের মুখে চুনকালি মাখতে দেবো না : ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান

দ্বারা zime
০ মন্তব্য 153 দর্শন

 

ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশকে আমি মনে করি একটি পরিবার। এ পরিবারের একজনের জন্য পুলিশের পুরো পরিবারের মুখে চুনকালি মাখতে দিতে পারি না এবং কখনও করতে দেব না। কেউ অন্যায় করলে তাকে সংশোধনের দায়িত্ব পুলিশের। তাই আপনারা সবাই নিজেদের এমনভাবে গড়ে তুলবেন যাতে আপনাদের থেকে অন্যরা শিখতে পারে। আপনি পুলিশ অফিসার অন্য পাঁচ-আটজনের চেয়ে উন্নত। তাই কোনো ব্যক্তি লোভে জীবন জলাঞ্জলি দেবেন না। সবাই নিজেকে এমনভাবে তুলে ধরবেন যাতে গর্বের সহিত বলতে পারেন নারায়ণগঞ্জ পুলিশে চাকরি করেন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠানে এ কথা বলেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার) পিপিএম (বার)। নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল ইসলামের সভাপতিত্বে কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান শারদীয়া দূর্গাপূর্জা উপলক্ষে নারায়নগঞ্জ জেলা পুলিশ কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এসময় নারায়নগঞ্জ জেলা পুলিশের উর্ধত্তণ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন