সাতক্ষীরার সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী বলেছেন খুব দ্রুত গতিতে ডিসি ইকোপার্কের সৌন্দর্য বদ্ধনের কাজ চলছে।সাতক্ষীরা সদর উপজেলার বিনোদনের প্রাণ কেন্দ্র হিসাবে এটি প্রাধান্য পাবে। শহরের বিনোদনপ্রেমী মানুষ এখানে এসে স্বস্তিতে দম ছাড়তে পারবে। কোমলমতি শিশুরা এখানে এসে বিনোদনের সুযোগ পাবে।

বৃহম্পতিবার বেলা ১২ টার দিকে শহরের বাঁকালে অবস্থিত নির্মার্ণাধীন ডিসি ইকোপার্কের সৌন্দর্য বদ্ধনের কাজ পরিদর্শন শেষে নির্বাহী অফিসার এসব কথা বলেন।

ইউএনও দেবাশীষ চৌধুরী বলেন, সাতক্ষীরা জেলার সাবেক সফল জেলা প্রশাসক ও অতিরিক্ত সচিব আবুল কাশেম মো: মহিদ্দিন স্যারের হাতে গড়া ডিসি ইকোপার্কটির নান্দনিকতা ফিরে পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল স্যারের নিবিড় তত্বাবধানে ও সুপরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে ডিসি ইকো পার্কের নান্দনিকতা সময়ের সাথে সাথে দৃশ্যমান হচ্ছে। খুব দ্রুত এটি পরিপূর্ণ সৌন্দর্যতা লাভ করবে। পরিদর্শনের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইযারুল হক, আলিপুরের চেয়ারম্যাল আলহাজ্জ আব্দুর রউফ উপস্থিত ছিলেন। 

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন