আজ ০৭ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখ সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ট্রাফিক বিভাগ, সাতক্ষীরার আয়োজনে ই-ট্রাফিকিং কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মির্জা সালাহউদ্দিন,জেলা ট্রাফিক ইন্সপেক্টর টিআই হারুন উর রশিদ, ট্রাফিক পরিদর্শক হাসান মল্লিক সহ বিভিন্ন থানা থেকে আগত কর্মকর্তাবৃন্দ।কর্মশালায় কিভাবে রেজিষ্ট্রেশন বিহীন যানবহনের জরিমানা সমূহ ই-ট্রাফিকিংয়ের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে তা দেখানো হয়।
কর্মশালা অনুষ্ঠানে পুলিশ সুপার সকল থানার সংশ্লিষ্ট অফিসার দের হাতে একটি করে ই-ট্রাফিকিং জরিমানা আদায়ের ইলেকট্রনিক মেশিন প্রদান করেন।