বরিশালে প্রথম করোনার টিকা নিলেন এসপি মারুফ হোসেন

দ্বারা zime
০ মন্তব্য 238 দর্শন

 

আজ ০৭ ফেব্রুয়ারি ২০২১খ্রিঃ সমগ্র বাংলাদেশব্যাপি একযোগে কোভিড-19 ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হয়েছে। এর অংশ হিসেবে বিভাগীয় পুলিশ হাসপাতাল, বরিশালে মোঃ মারুফ হোসেন পিপিএম, পুলিশ সুপার বরিশাল করোনার টিকা গ্রহণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

পরবর্তীতে প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশাল ও একেএম এহসান উল্লাহ্, অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ, এবং মোঃ নাইমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন),বরিশাল টিকা গ্রহণ করেন।

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ এ টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন। টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে মোঃ শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, বরিশাল সহ বিএমপি, বরিশাল এবং বরিশাল জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশের কর্মকর্তা-কর্মচারীগনসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্ধ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন