তালায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রে নিয়োজিত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসের আয়োজনে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর ) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুছ আলী ও জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবির।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হুমায়ুন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল,পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় প্রমুখ।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ইভিএম মেশিনে ভোট গ্রহণ এবং ভোট প্রদান একটা সহজ পদ্ধতি। এটিতে জাল ভোট দেবার কোন সুযোগ নেই। তিনি প্রিজাইডিং কর্মকর্তাদের দ্বায়িত্ব-কর্তব্য সুষ্ঠুভাবে পালন করার নির্দেশ দেন।

বিশেষ অতিথি সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।পুলিশ সুপার বলেন,ইতি মধ্যে তালা থানা পুলিশ ও পাটকেলঘাটা থানা পুলিশ মাঠে নেমে কাজ করছে, পাশাপাশি সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ সাদা পোশাকে কাজ করছে। তিনি বলেন,ভোট কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তার বিরুদ্ধে কঠোর এ্যাকশানে যাবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন