যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় নানা কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে শনিবার ভোরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

এরপর সকাল ৭টায় শহরের খুলনা রোড মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমদ,সাতক্ষীরার সিনিয়র  জেলা দায়রা জজ শেখ মফিজুর রহমান,সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার,

ইন সার্ভিস এন্ড ট্রেনিং এর পুলিশ সুপার মো: বেলায়েত হোসেন,সিভিল সার্জন ডা.হুসাইন সাফায়াত,ডিডিএফপি রওশন আরা জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো:সজীব খান,সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমাতুজ-জোহরা, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপারেশন) মো:ইকবাল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহামুদ আলী লাকী,  জেলা ট্রাফিক পুলিশের টিআই(এডমিন) শ্যামল কুমার চৌধুরী,  জেলা ডিবির ওসি বাবুল আক্তার, সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত ওসি বিশ্বজিৎ কুমার,সদর থানার ইন্সপেক্টর অপারেশন তারিক আজিজ,ডিবির পরিদর্শক তরিকুল ইসলাম,ডিবির পরিদর্শক মামুন সিদ্দিক,সদর ফাড়ির আইসি ইন্সপেক্টর জহিরুল ইসলাম প্রমুখ।এছাড়া সাতক্ষীরার পিবিআই,সিআইডি ও র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার শহরের খুলনা রোড মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন।


এরপর সকাল ৮টায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সাতক্ষীরা ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।

পরে পুলিশ, আনছার, বিএনসিসিসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সমম্বয়ে দৃষ্টি নন্দন মার্চপাস্ট, শরীরচর্চা প্রদর্শনী ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

এরপর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, সাঁতার প্রতিযোগিতা, মহানমুক্তিযোদ্ধাদের উপর প্রমান্য চলচিত্র প্রদর্শনী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনাসভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী, পুরষ্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসুচি পালন করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন