জাতীয় শোক দিবসে সাতক্ষীরা ৩৩ বিজিবির যত আয়োজন

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 206 দর্শন

 

১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপিত জাতির পিতা বঙ্গবঙ্গু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে সারাদেশে পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর পক্ষ থেকে ব্যাটালিয়ন সদরে কোরআন খতম এবং ফজরের নামাজের পর বিশেষ মোনাজাত, ব্যাটালিয়ন চিত্তবিনোদন কক্ষে প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

এ উপলক্ষ্যে সাতক্ষীরা সদর থানাধীন তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় ১০০জন অসহায় গবীর দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী (চাল, ডাল, তৈল, চিনি এবং আলু) বিতরণ করা হয়। এছাড়াও, ভোমরা সীমান্ত এলাকায় বসবাসকারী ৯৫জন গবীর এবং দুস্থ জনসাধারণকে বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উল্লেখিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন