যারা সামাজিক যোগাযোগমাধমে দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করবে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, পূজামণ্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।

মন্ত্রী বলেন, এবার পূজামণ্ডপে অবশ্যই সিসি ক্যামেরা থাকতে হবে। এমন জায়গায় পূজামণ্ডপ করা যাবে না, যেখানে গাড়ি প্রবেশ করতে পারে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গত বছরের অভিজ্ঞতা থেকে আসন্ন দুর্গাপূজায় এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বিশেষ তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বছর পূজামণ্ডপে এবার স্থায়ীভাবে আনসার বাহিনী দায়িত্ব পালন করবে। পূজার সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ বছর ভ্রাম্যমাণ আদালতও থাকবে।

সভায় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন সহ পুলিশ বিজিবি ও র্যাবের  ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন।এছাড়া ঐ সভায় ভিডিও কনফারেন্সেসের মাধ্যমে সকল রেঞ্জ ডিআইজি,সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার গণ যুক্ত ছিলেন।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন