
ট্যুরিস্ট পুলিশ ইউনিট, বাংলাদেশ-এর প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ঢাকা রেঞ্জের উপ -পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হতে সদ্য পদায়নকৃত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
আজ মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব বুঝে নেন।
![]()
ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে ট্যুরিস্ট পুলিশ ইউনিটের ডিআইজি ইলিয়াছ শরীফসহ ট্যুরিস্ট পুলিশ ঢাকার উর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর তিনি ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময করেন।
![]()
এর আগে গতকাল সোমবার জনাব হাবিবুর রহমানকে নতুন দায়িত্ব দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে বলা হয়, ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) হিসেবে বদলি করা হলো।
![]()
হাবিবুর রহমান ১৭ তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। কর্মক্ষেত্রে সততা, সাহসিকতা, দক্ষতা আর সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্বগুণের কারণে এরই মধ্যে সুখ্যাতি পেয়েছেন তিনি। তিনবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দুইবার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন। ১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন পুলিশের এই কর্মকর্তা।
ঢাকা রেঞ্জ পরিবারের পক্ষ থেকে স্যারের প্রতি রইলো দোয়া ও শুভকামনা।
