উপসচিব পদমর্যাদার নয় কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এসব কর্মকর্তাদের মধ্যে- মো. মুশফিকুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে, সুলতানা আক্তারকে বাণিজ্য মন্ত্রণালয়ে, বনানী বিশ্বাসকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে, শাম্মী আক্তারকে জননিরাপত্তা বিভাগে, শোভা শাহনাজকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে, এ.বি.এম. আব্দুল হালিমকে প্রবাসী কল্যাণ ও বৈদশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া মো. মামুনুর রশিদকে রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌফিকুল ইসলামকে দুর্নীতি দমন কমিশনের পরিচালক এবং এস এম আবদুল্লাহ আল মামুনকে দুর্নীতি দমন কমিশনের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন