আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন উপসচিব পুত্র আশিক

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 1088 দর্শন

 

আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় গর্ভমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল,ঢাকা তে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা উত্তর সিটির প্রধান রাজস্ব কর্মকর্তা আ,ন,ম তরিকুল ইসলামের বড় পুত্র  এ,এন,এম আশিকুল ইসলাম (আশিক)।গতকাল বিকালে গর্ভমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল,ঢাকা থোকে আশিক  ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হয়ে সংশ্লিষ্ট স্কুলের প্রিন্সিপ্যালের নিকট থোকে ট্রফি গ্রহণ করেন। উপসচিব আ,ন,ম তরিকুল ইসলাম তার ছেলের উত্তোরাত্তর সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

-প্রেস বিঞ্জপ্তি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন