আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বললেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন

দ্বারা zime
০ মন্তব্য 188 দর্শন

 

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে একটি চক্র অপচেষ্টা চালাচ্ছে বলে সরকারের কাছে তথ্য রয়েছে ব‌লে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। নির্বাচনের বছরে দেশের শান্তি বিনষ্টে তৎপর জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব।

তিনি শুক্রবার রা‌তে বরিশাল সা‌র্কিট হাউ‌সে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন।

এসময় মন্ত্রী পরিষদ সচিব আসন্ন রমজানে অতি মুনাফার লোভে কেউ অসৎ পথ অবলম্বন করলে কঠোর ব্যবস্থা নিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেন। গুজব প্রতিরোধে সজাগ থেকে নির্বাচনের বছরে সরকারি কর্মকর্তাদের ফাাঁদে ফেলা হতে পারে জানিয়ে কোন কর্মকর্তার কারণে সরকার বিব্রতকর পরিস্থিতি মেনে নেবে না বলেও সতর্ক করে দেন তি‌নি।

মাঠ পর্যায়ে কর্মকর্তাদের উদ্দেশে স‌চিব বলেন, বাংলাদেশের উন্নয়ন আন্তর্জাতিক মহলে অনেকের কাছে ঈর্ষনীয়। তারা সহ্য করতে পারছে না। বাংলাদেশের সাফল্য হঠাৎ নয়। বহু মানুষের শ্রমের ফসল।

রাজনীতিবিদরা দেশের লক্ষ্য ঠিক করে। আমরা বাস্তবায়ন করি। বাংলাদেশের অর্জন ধরে রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। কেবল পুলিশ, প্রশাসন নয় সবার সম্মিলিত সহযোগিতার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা যাবে।

বাংলাদেশের যা রিজার্ভ আছে তা‌তে আরো ৬/৭ মাস মজুদ আছে। অর্থনীতি নিয়ে শঙ্কায় নেই। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ না থামলে অবস্থা নাজুক হতে পারে। আগাম সতর্ক থাকতে সবাই পণ্যের অপচয় বন্ধ করুন। অর্থনীতির চেয়েও গুজব বেশি ভয়ানক। গুজব ছড়িয়ে আতঙ্ক তৈরির চেষ্টা থাকবে। গুজব প্রতিরোধ করার নি‌র্দেশনা দেন মন্ত্রী প‌রিষদ স‌চিব।

সভায় ব‌রিশাল বিভাগীয় ক‌মিশনার আ‌মিন উল আহসান, রেঞ্জ ডিআই‌জি এসএম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশ ক‌মিশনার সাইফুল ইসলাম, র‌্যাব ৮-এর অ‌ধিনায়ক মাহামুদুল হাসান, পু‌লিশ সুপার ওয়া‌হিদুল ইসলাম, জেলা প্রশাসক জাহাঙ্গীর হো‌সেনসহ মাঠ পর্যা‌য়ের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন