কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে আটক -১৬

দ্বারা zime
০ মন্তব্য 180 দর্শন

 

কলারোয়া থানা পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজা সহ ০২ জন, ধর্ষন মামলায় ০১ জন এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৩ জন সহ সর্বমোট ১৬ জন আসামীকে  আটক করেছে।

থানা পুলিশ জানায় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এঁর নির্দেশনা মোতাবেক কলারোয়া থানার  অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে কলারোয়া থানার অফিসার ফোর্স ইং-০৫/০৫/২০২৩ তারিখ থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম গাঁজা সহ আসামী ১। সুকচাঁদ মন্ডল, পিতা-মৃত কিনু মন্ডল,সাং-চন্দনপুর, ২। জাহাঙ্গীর হোসেন বাবলা, পিতা-আঃ মজিদ দালাল, সাং-কাকডাঙ্গা, ধর্ষন মামলায় ৩। এরশাদ গাজী, পিতা-মৃত শরিয়ত উল্লাহ, সাং-জালালাবাদ কে আটক করে পুলিশ। থানা পুলিশের পৃথক অভিযানে একই দিন অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ৪। তাসলিমা খাতুন, পিতা-জামাল, সাং-গাজনা, ৫। মহিদুল, পিতা-নুর আলী, সাং-ছলিমপুর, ৬। মাসুদ রানা তাজু, পিতা-কামাল উদ্দিন, সাং-কেড়াগাছি, ৭। নুর ইসলাম, পিতা-করিম বক্স, সাং-শ্রীহরিপুর, ৮। শহিদুল, পিতা-আফিল, সাং-ভাদিয়ালী, ৯। রুস্তম, পিতা-জালাল, ১০। শওকত, পিতা-জালাল, উভয় সাং-গোয়ালচাতর, ১১। আনিছ, পিতা-আঃ আজিজ, সাং-পাচনল, ১২। আমির, পিতা-ইমান, সাং-ভিখালী, ১৩। মঞ্জুয়ারা, স্বামী-আসাদুর, ১৪। রেহেনা, স্বামী-জিয়াউর, ১৫। মনোয়ারা, স্বামী-হামিদ, সর্বসাং-লাঙ্গলঝাড়া, ১৬। আনোয়ার, পিতা-হযরত আলী, সাং-গয়ড়া, সর্বথানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা’দের গ্রেফতার করা হয়।

আটককের বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা:মোস্তাফিজুর রহমান জানান, আটককৃত গাজা ব্যবসায়ীর নামে পুলিশ বাদী হয়ে একটি নিয়মিত মামলা রুজু করেছে। ওসি আরো জানান গ্রেপ্তারকৃত অন্যান্য আসামী কে বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়ে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন