মহাপরিচালক, র্যাব ফোর্সেস এর পক্ষ থেকে আত্মসমর্পণকৃত জলদস্যুদের মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার ২৫ জুন ২০২৩ তারিখ র্যাব-৬ খুলনায় মহাপরিচালক, র্যাব ফোর্সেস এর পক্ষ থেকে র্যাব-৬ এর অধিনায়ক কর্তৃক আত্মসমর্পনকারী জলদস্যুদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরন করা হয়।
র্যাব-৬ এর অধিনায়ক লে.কর্ণেল মোঃ ফিরোজ কবির,পিপিএম,পিএসসি আত্মসমর্পনকৃত জলদস্যুদের মধ্যে উপহার সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন।
অধিনায়ক আত্মসমর্পনকৃত জলদস্যুদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষনা করেন। এরই ধারাবাহিকতায় এখনও শান্তির সু-বাতাস বইছে সুন্দরবনে। অপহরণ করে মুক্তিপন দাবি ও হত্যার ঘটনা এখন আর নেই। অপরদিকে আত্মসমর্পনকারী জলদস্যুরা পুর্ণবাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পনকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল মামলা সংশ্লিষ্ট আদালত কর্তৃক নিস্পত্তির বিষয়টি প্রক্রিয়াধীন। ইতোমধ্যে অধিকাংশ মামলা বিজ্ঞ আদালত নিস্পত্তি করেছেন। বাকী মামলা সমূহ নিম্পত্তির লক্ষ্যে যথাযথ আইনি কার্যক্রম চলমান রয়েছে।