এবার নিউ লুক-এ জজকোর্ট মোড়ে উদ্বোধন হতে যাচ্ছে সাতক্ষীরা ট্রোমা সেন্টার

দ্বারা zime
০ মন্তব্য 452 দর্শন

 

আর ঢাকা-খুলনা নয়, এবার সাতক্ষীরা ট্রোমা সেন্টারেই পাওয়া যাবে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব ধরনের হাড়ের চিকিৎসা। হাড় ভাঙা-হাড় জোড়া,হাড়ুের জয়েন্টের বল,হাটুর মালার বল ও হিপ জয়েন্টের বল প্রতিস্থাপন করা সহ হাড় কুচি হওয়া কিটিক্যাল অপারেশন গুলো  সাতক্ষীরা ট্রোমা সেন্টার শতভাগ নিশ্চিত করবেন

।সাতক্ষীরা’বাসীকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবং উন্নত মানের সেবা দেওয়ার জন্য সাতক্ষীরা ট্রোমা সেন্টার  খুব দ্রুত সময়ের মধ্যে নতুনরূপে নতুনভাবে সাতক্ষীরার প্রাণকেন্দ্র জজকোর্ট মোড়ে দেথা যাবে ।এখানে সব ধরনের সেবা প্রদান করা হবে।রোগীদের স্বল্পমূল্যে এসব সেবা নিশ্চিত করবেন সাতক্ষীরা সদর হসপিটালের অর্থপেডিক্স কনসালটেন্ট ডা: মো: হাফিজ উল্লাহ।

উল্লেখ : সাতক্ষীরা ট্রোমা সেন্টার বর্তমানে খুলনারোড মোড় রেখে সোজাসুজি পূজামন্দির রেখে সামনে অবস্থিত।সেখানে বর্তমানে উপরোক্ত চিকিৎসা সেবা গুলো দেওয়া হচ্ছে। অতি দ্রুত জজ কোর্ট মোড়ে  সাতক্ষীরা ট্রোমা সেন্টারের নির্মাণাধীন নতুন ভবন  উদ্বোধন করা হবে।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন