রাত থেকেই শাপলা চত্বর এলাকায় র‌্যাবের অবস্থান, চলছে টহল রোবাস্ট পেট্রোলিং

দ্বারা zime
০ মন্তব্য 282 দর্শন

 

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এবং আশপাশ এলাকায় অবস্থান শুক্রবার (২৭ অক্টোবর) রাত থেকেই অবস্থান নিয়েছেন র‌্যাব সদস্যরা। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যই এই অবস্থান, বলছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন শুক্রবার দিবাগত রাতে প্রতিবেদক কে এ তথ্য জানান। তিনি বলেন, ‘শাপলা চত্বর এলাকা ও আশপাশে শুক্রবার রাত থেকে র‌্যাবের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ যেন কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে সে কারণেই র‌্যাব সদস্যরা অবস্থান নিয়েছেন।’

শাপলা চত্বর ও আশপাশের এলাকায় শুক্রবার রাত থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, ‘শুধু শাপলা চত্বর এলাকা নয়, র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন এঁর নির্দেশনা মোতাবেক রাজধানীর বিভিন্ন প্রবেশমুখগুলো ছাড়াও রাজধানীর বিভিন্ন জায়গায় র‌্যাবের চেকপোস্ট ও টহল রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। জনমনে কেউ যেন আতঙ্ক সৃষ্টি করতে না পারে এবং যান চলাচলে বাধা কিংবা কেউ যেন কোনও ধরনের ক্ষতিসাধন করার সুযোগ না পায় সে ব্যাপারেও গোয়েন্দা নজরদারি বানানো হয়েছে।

র‌্যাব ৩-এর একজন কর্মকর্তা প্রতিবেদক কে বলেন, ‘জামায়াতে ইসলামীকে শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ ক্ষেত্রে কেউ যেন শাপলা চত্বর এলাকায় জড়ো হতে না পারে, সে বিষয়টি কঠোরভাবে তদারকি করা হচ্ছে। এ ছাড়া শাপলা চত্বর এলাকায় বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। কেউ যেন কোনও ধরনের ক্ষতিসাধন বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।’





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন