ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুরুস্কার পেলেন শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ

দ্বারা zime
০ মন্তব্য 565 দর্শন

 

অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অফিসার ইনচার্জ  আবুল কালাম আজাদ পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা ক্রেস্ট পেয়েছেন।

মঙ্গলবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলসেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ কে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ সন্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।

জেলা পুলিশের সুত্র জানায়,অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় এবং  একাধিক  ডাকাতি  ,দস্যুতা ও চুরি মামলার আসামি মোঃ বশির শেখ(৩৭) পিতা হোসেন আলী নাম যাবুশা থানা রুপসা জেলা খুলনাকে দেশীয় তৈরি অস্ত্র-শস্ত্র সহ গ্রেফতার করায় পুলিশ সুপার সাতক্ষীরা কর্তৃক বিশেষ পুরস্কার প্রদান করা হয় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ কে।

মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মো: সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মো: আমিনুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আতিকুল ইসলাম,সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কালিগজ্ঞ সার্কেল এডিশনাল এসপি আমিনুর রহমান,দেবহাটা সার্কেল এডিশনাল এসপি এসএম জামিল আহমেদ,তালা সার্কেল সহকারি পুলিশ সুপার মো: সাজ্জাদ হোসেন,ট্রাফিক পুলিশের টিআই প্রশাসন শ্যামল কুমার চৌধুরী, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম,বিশেষ শাখার ডিআইওয়ান ইয়াছিন আলম চৌধুরী, জেলা ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ সহ জেলার আট থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন