সাতক্ষীরায় প্রাণের উচ্ছাসে বাউল-লোকজ গান আর লুচি নাড়ুসহ নানান আহারে উদযাপন করা হয়েছে চৈত্র সংক্রান্তি উৎসব ও প্রাণ পরিবেশ সম্মাননা অনুষ্ঠান।
অনুষ্ঠানে চৈত্রসংক্রান্তি সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, চৈত্র সংক্রান্তিতে উপবাস বা রোগ নিরাময়ে দুপুরে তেতো আহার এখন বিবর্তনে পরিবর্তন হয়েছে। এখন কৃষকের চেষ্টায় সরকার সমৃদ্ধ দেশ গড়েছেন। মানুষ এখন এসময়ে খাওয়া দাওয়ারও আয়োজন করে থাকে। এ উৎসব প্রাণের উৎসব। এ আয়োজনকে ছড়িয়ে দিতে হবে সর্বত্র।
আলোচনা সভায় আলোচনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, বন বিভাগের পরিচালক রোকসেনা সুলতানা রাখি, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি।
সাংস্কৃতিক সংগঠন প্রাণকেন্দ্রের আয়োজনে সাতক্ষীরা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে শনিবার দিনব্যাপী আয়োজনে সভাপতিত্ব করেন সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।
অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন আমের আলী বাউল। সংগীত পরিবেশন করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন দীপংকর সাহা, কেয়া ঢালী, আসাদুজ্জামান, উপমা রাহা, গোলাম মোস্তফা, তনিষ্ঠা সাহা, অগ্নিভ বিশ্বাস, প্রিংটন মন্ডল।
চৈত্র সংক্রান্তি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ সম্পর্কে আলোচনা করেন, সাফ গেমসে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করা অনুর্ধ্ব-১৯ বাংলাদেশ দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি, সাংবাদিক আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুব্রত ঘোষ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিব্যেন্দু সরকার, পলাশ বিশ্বাস, ছন্দা রাহা, চন্দনা বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে সাতক্ষীরায় ভেষজ উদ্যানের নির্মাতা সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জাতীয় উদ্ভিদ উদ্যানের আধুনিক সংস্করন ও রক্ষণাবেক্ষণে পরিচালক রোকসেনা সুলতানা রাখি এবং কালিগঞ্জ শ্যামনগরের উপকূলে লাখো বৃক্ষের প্রাণ সঞ্চারণে সুশীলন পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টুকে প্রাণ পরিবেশ সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, শ্যামনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবু, বক্সার প্রাপ্তি, ক্রীড়াবিদ খন্দকার আরিফ হাসান প্রিন্স, বন্ধু ফোরামের কর্মকর্তা প্রভাষক সৈয়দ মাহমুদ হাসান প্রমুখ।