ডিআইজি হিসাবে ২বছর পূর্ত্তি উপলক্ষে ডিবি প্রধান কে অভিনন্দন জানালেন ডিএমপির ডিসি ডিবি উত্তরা বিভাগ কাজী মনিরুজ্জামান

দ্বারা zime
০ মন্তব্য 201 দর্শন

 

ডিআইজি হিসেবে ২ বছর পূর্তি উপলক্ষে ডিবি প্রধান হারুণুর রশিদ কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ডিএমপির উত্তরা বিভাগের ডিসি (ডিবি) কাজী মনিরুজ্জামান পিপিএম।

সোমবার সকালে ডিএমপির উত্তরা বিভাগের ডিসি (ডিবি)  কাজী মনিরুজ্জামান পিপিএম ডিবি প্রধানের অফিসর গিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং অভিনন্দন জ্ঞাপন করেন । এমসয় ডিএমপির উদ্ধর্ত্তন কর্মাকর্তারা উপস্খিত ছিলেন। এসময় ডিএমপির ডিসি  কাজী মনিরুজ্জামান পিপিএম ডিবি প্রধানের উত্তরোত্তর সফলা কামনা করেন।

– প্রেস বিজ্ঞপ্তি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন