নড়াইলে ‘সততা স্টোর’ উদ্বোধন করলেন, খুলনা বিভাগীয় কমিশনার।

দ্বারা zime
০ মন্তব্য 170 দর্শন

নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিক্রেতা বিহীন দোকান ‘সততা স্টোর’ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টায় বিদ্যালয়ের ২য় তলায় একটি কক্ষে ‘সততা স্টোর’ এর উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসনে মিয়া।

উদ্বোধন শেষে স্কুল মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- নড়াইল জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম (এডিআইজি), স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত যশোর জেলার উপ-পরিচালক মো. জাহিদ হোসেনসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘সততা স্টোর’ দুর্নীতি দমন কমিশনের একটি উদ্যোগ। এ উদ্যোগের মধ্য দিয়ে সততা, নৈতিকতা বোধ সৃষ্টি হবে। এ চর্চার মাধ্যমে আগামী প্রজন্ম আদর্শ জাতি উপহার দিতে পারবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরো বলেন, তোমরা তিনটি বিষয় ভালভাবে খেয়াল রাখবে। বাল্য বিবাহ , মাদক, জঙ্গী এবং ইভটিজিং। এ চারটি বিষয়কে না বলতে হবে এবং যখন যেখানেই ঘটুক না কেন জানতে পারলে সঙ্গে সঙ্গেই পুলিশ, ইউএনও, ডিসিকে ফোন দিতে হবে।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্রঃ(পরিবর্ত্তন ডট কম।)







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন