নিজস্ব প্রতিবেদকঃ
কবিতা “হে নারী……!!
আর কতকাল পরে নারীর কাটবে আমানিশা?
আর কতপথ চলার পরে নারী পাবে দিশা?

ঘরে বাইরে জীবনটাকে বাজী রাখছে যারা,
কত জনম যুদ্ধ করলে স্বাধীন হবে তারা?

মানুষ কে যে জন্ম দেয় সে নিজে মানুষ নয়,
অধিকারের প্রশ্নে কেন সে নারী হয়েই রয়?

সজতনে সাজানো বাড়ির মালিক সে নয়,
কালের বিবর্তনে কেন সে পরগাছা হয়ে রয়?

বিনা পয়সায় গৃহকর্ম বাইরের পয়সা আধা,
নিয়মনীতির বেড়াজালে সে আষ্টেপৃষ্ঠে বাঁধা?

নারী নাকি মায়ের জাতি মুখে সবাই কয়,
বাস্তবতায় কজন নারী সে সম্মান পায়?

ছেলেমেয়ে উভয়কে নারীই জন্ম দেয়,
ভাগের বেলা নারী কেন মেয়েটাকে পায়?

সুসন্তান হলে তাতে বাবার সুনাম হয়,
অবাধ্য সন্তান নাকি মায়ের দোষেই হয়?

শত বাঁধা পায়ে ঠেলে নারী সফল যখন হয়,
ঐ নারীটা নষ্ট নারী ভাবুকেরা কেন কয়?

সবখানেতে এমনি বিভেদ আর কতদিন রবে?
আর কতকাল নিরব থেকে নারী এসব সবে?

কত ইতিহাসে সভ্য জাতির মনের বিকার ঘুঁঁচবে?
নারী বিনে সৃষ্টি অচল কবে তারা বুঝবে?

আজ নারীরা জেগে উঠেছে খুলেছে তাদের দৃষ্টি,
ভাংতে হবে সমাজপতিদের পুরানো সব কৃষ্টি।

এর পরেও নারীর চোখে ঝরে যদি বৃষ্টি,
তবে
সব নারীরা এক হয়েকি থামিয়ে দেব সৃষ্টি???

লেখকঃ এডভোকেট শাহানাজ পারভীন মিলি,বিজ্ঞ এডিশনাল পিপি,সাতক্ষীরা জজ কোর্ট ও জেলা পরিষদের নির্বাচিত সন্মানিত সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান (২০০৯-১৪)সাতক্ষীরা সদর উপজেলা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন