নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চিরসবুজ চত্তরে ৭৯-৮০ ব্যাচের মিলন মেলা হয়েছে আজ।জমকালো আয়োজন ও বর্ণাঢ্য শোভাযাত্রায় দিনভর উৎসবে মেতে উঠেছিল বিশ্ব বিদ্যালয়ের প্রবীন ৭৯-৮০ এর ব্যাচ।উক্ত পুনরমিলনী অনুষ্ঠানে স্ব-পরিবারে যোগ অংশ গ্রহন করেছিলেন, বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রনালয়ের মাননীয় সচিব জনাব আবদুস সামাদ।
প্রায় ৩৮ বছর পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পাচ বছর সময় অতিক্রমের অজস্র আনন্দ স্মৃতি নৌ সচিব আবদুস সামাদ কে আবেগ আপ্লুত করে।ছাত্র জীবনের বন্ধু দের কে স্ব-পরিবারে দেখে একে অপরে ভিষন খুশি হন এবং মেতে ওঠেন আনন্দে সেই ভার্সিটি জীবনের মধুময় স্মৃতিতে। দিনভর অনুষ্ঠান শেষে সবাই এক সঙ্গে মধ্যাহ্ন ভোজ করেন।স্মৃতি চারনের এক পর্যায়ে নৌ সচিব বলেন,অনেকে এসেছিলেন পরিবার নিয়ে।দেখে ভিষন খুশি হয়েছি।আবার অনেকে চিরতরে চলে গেছেন পৃথিবী ছেড়ে ।আল্লাহ তাঁদের কে ভাল রাখুন ও জান্নাতবাসী করুন। তিনি আরো বলেন,আজকের পুনরমিলনী অনুষ্ঠানে হৈ চৈ ছিল বাড়তি আমেজ।আজ আমার মনে হয়েছিল,আমার বয়স হঠাৎ করে কমে আঠার হয়ে গেছে।
শহরের চারিপাসে দোয়াল,যানজট,কর্মব্যস্ততা রেখে সাময়িক ফিরে পেলাম নতুন ইমেজ। অনুষ্ঠান শেষে তিনি স্ব-পরিবারে সকলের কাছ থেকে বিদায় নেন এবং সবাই কে শুভ কামনা জানিয়ে বলেন,সবাই ভাল থাকবেন ও সুস্থ্য থাকবেন ক্যাম্পাসের সবুজের মতো,ব্রহ্মপুত্রের উদ্দাম বাতাসের মতো।