নিজস্ব প্রতিবেদক :
‘জয় হোক জয় হোক সবখানে চাই খুশির পরিবেশ, বিশ্ব জয়ের স্বপ্ন দেখা আমার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ যুব গেমস্-২০১৮ এর খেলোয়াড় বাছাইয়ের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জলা প্রশাসক(রাজস্ব) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব আব্দুল লতিফ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) মো. মাসুদ রানা, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ আলম শানু, নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, মীর তাজুল ইসলাম রিপন, ইদ্রিস বাবু, কামরুজ্জামান কাজী, হাফিজুর রহমান খান বিটু, মো. রুহুল আমিন, কবিরুজ্জামান রুবেল, খন্দকার আরিফ হাসান প্রিন্স, বিসিবির কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপুসহক্রীড়াপ্রেমীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আম্পায়ারস এন্ড স্কোরার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ম আক্তারুজ্জামান মুকুল।
সূত্রঃ Daily Satkhira.com.