নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অতিথি পাখি শিকার বন্ধে তালা উপজেলা প্রশাসন ও থানার সুযোগ্য অফিসার ইনচার্জ বিশেষ অভিযান হাতে নিয়েছেন।বিভিন্ন স্থানের বাগানে, বিলে বা নদীর চরে সাইনবোর্ড টানানো রয়েছে,যে অতিথি পাখি মারা আইনত দন্ডনীয় কাজ।তারপরেও বেশ কিছু পাখি দশ্যু প্রকৃতির শিকারী গন লুকিয়ে লুকিয়ে পাখি শিকার করেন।পাখি শিকার দের প্রতি তালা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ বিশেষ দৃষ্টি রেখেছেন।
তার ই ধারবাহিকতায় তালা থানার দক্ষ অফিসার ইনচার্জ জনাব হাসান হাফিজুর রহমানের নেতৃত্বে আজ বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই মদন মোহন অধিকারী সঙ্গীয় ফোর্সের সহায়তায় তেতুলিয়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামস্থ বাজার সংলগ্ন এলাকা হইতে ইং ২৫/০১/১৮ খ্রিঃ বেলা অনুমান অনুমান ১১.৩০ ঘটিকার সময় অতিথি পাখি শিকারী ১। কাজী অভি(২৩), পিতা-কাজী শামিমুল ইসলাম, সাং-তেতুলিয়া, থানা-তালা, জেলা-সাতক্ষীরাকে অতিথি পাখি শিকার করাকালে গ্রেফতার করেন।

অতপর, গুলিবিদ্ধ মৃত পাখি সহ উক্ত পাখি দশ্যু কে তালা উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলার নির্বাহী অফিসার জনাব ফরিদ হোসেনের কার্যালয়ে হাজির করা হয়।এ সময় বিজ্ঞ বিচারক তাঁর কার্যালয়ে মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত আসামীকে ১০০০/-(এক হাজার) টাকা জরিমানা প্রদান করেন এবং তাকে ভবিষ্যতে পাখি শিকার করা থেকে বিরত থাকতে বলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন