সিটিজেন জার্নালিস্ট(জিমি):
যশোরবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের বোর্ড অবরিজেন্টেরসদস্য মনোনীত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের এমপি ও কালিগঞ্জ রোকেয়ামনসুর মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এসএম জগলুল হায়দারকে শনিবার বেলাসাড়ে ১২ টায় কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলমের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি বলেন, দক্ষিণঅঞ্চলে নারী শিক্ষার ক্ষেত্রে রোকেয়া মনসুর মহিলা কলেজ অগ্রণী ভূমিকা রেখে চলেছে। শিক্ষিত নারীরা উন্নত সমাজ নির্মাণে দায়িত্ব পালন করে থাকে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা সহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। ডিগ্রী পর্যন্ত বিনা বেতনে অধ্যয়ানের সুযোগ করে দিয়েছে। আগামী নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় এলে বেসরকারি সকল প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণ করবেন বলে তিনি জানান। এসময় তিনি কলেজের শহিদ মিনার ও বহুতল ভবণ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ^াস প্রদান করেন। প্রভাষক অলিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসান, কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ অলিউর রহমান, কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ডা. মিলন কুমার ঘোষ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক সুকুমার দাশবাচ্চু, কালিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আরাফাত আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ উজ্জ্বল প্রমুখ। এসময় কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এমপি এসএম জগলুল হায়দার কলেজের দুঃস্থ শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করেন।
পূর্ববর্তী পোস্ট