।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।সিটিজেন জার্নালিস্ট(জিমি):
বিনা টাকায় স্বচ্ছতার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশের কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন নেত্রকোণা পুলিশ সুপার জনাব জয়দেব চৌধুরী।তিনি বলেছেন,মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল নিয়োগ করা হবে।কোন তদবীরে কাজ হবেনা।তদবীর করলে ঐ প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। নিয়োগ প্রার্থীদের প্রতারক ও দালাল চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান জানিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে এ সংক্রান্ত বার্তা দেন পুলিশ সুপার নেত্রকোণা।

ফেসবুক স্ট্যাটাস টি নিন্মে উল্লেখ করা হলো……

আগামী ইং ০৬/০৩/২০১৮ তারিখে নেত্র‌কোণা পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার যোগ্য প্রার্থীদেরকে বাছাইয়ের মাধ্যমে কনস্টেবল পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য প্রার্থীরাই নিয়োগ পাবে। বিজ্ঞপ্তির শর্তানুসারে সব কিছু সঠিক থাকলে বিনা টাকায় স্বচ্ছতার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীরাই নিয়োগ পাবে। এই নিয়োগকে কেন্দ্র করে একটি প্রতারক ও দালালচক্র টাকার বিনিময়ে চাকুরী দেওয়ার নাম করে সাধারণ দরিদ্র প্রার্থী এবং তাদের অভিভাবকের নিকট থেকে অর্থ আদায় করার পাঁয়তারা করছে। উক্ত নিয়োগের ক্ষেত্রে সরকার নির্ধারিত (১০০/-) ট্রেজারী চালানের অতিরিক্ত কোন টাকা কাউকে দেয়ার প্রয়োজন নেই। কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে কেউ যেন টাকা কিংবা প্রতিশ্রুতির বিনিময়ে চাকুরী পাওয়ার নামে প্রতারিত না হন সেই লক্ষ্যে জনাব জয়‌দেব চৌধুরী, পুলিশ সুপার, নেত্র‌কোণা মহোদয় প্রার্থী এবং তাদের অভিভাবকদের অনুরোধ জানিয়েছেন।’

প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থীদের নিজ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তাদেরকে শারীরিক মাপ, লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

উল্লেখ্যঃ এসপি জয়দেব চৌধুরী ২০১২ সালে সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন।সাতক্ষীরার মাটি থেকে জঙ্গি-মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তিনি জিহাদ ঘোষনা করেছিলেন।সাতক্ষীরার খুব দুঃসময়ে তিনি নিজের জীবন বাজি রেখে সাতক্ষীরার মানুষের জান-মালের নিরাপর্ত্তা দিয়েছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন