♣♣♣♣
সাবধানে চালাবো গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সাতক্ষীরাতে সড়ক ও পরিবহণ সেক্টরে শৃংখলা ফিরিয়ে আনা, সড়কের নিরাপত্তা বজায় রাখাসহ সড়ক দূর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে দু’দিনব্যাপি পেশাজীবি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা শনিবার সকাল থেকে শুরু হয়েছে। এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে আগামীকাল রবিবার।

কর্মশালায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিআরটিএ খুলনা বিভাগের উপ-পরিচালক (ইঞ্জি.) মো.জিয়াউর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ জয়ন্ত সরকার, পুলিশ সুপারের প্রতিনিধি ট্রাফিক পুুলিশ পরিদর্শক মোঃ মোমিন হোসেন, সাতক্ষীরা পলিটেকনিক এর জুনিয়র ইন্সট্রাক্টর মোঃ ফারুকুজ্জামান ও সাতক্ষীরা ট্রাফিক সার্জেন্ট মোঃ মোশারফ হোসেন।

প্রধান অতিথি চালকদের উদ্দ্যেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, আপনারা রাস্তায় ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করবেন না, একটানা গাড়ী চালাবেন না, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করিবেন না, গাড়ী চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না। তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও বিআরটিএ পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিরালস ভাবে কাজ করে যাচ্ছে ।

এ ছাড়াও আমরা নিয়মিত জেলার বিভিন্ন স্থানে প্রতিনিয়ত খেলাপি মোটরযানের উপর মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছি। কর্মশালায় উপস্থিত বিভিন্ন পেশাজীবী চালকদের সড়ক দুর্ঘটনা বিষয়ের উপর ভিডিও চিএ প্রদর্শন, ট্রাফিক সংকেত বিতরণসহ কুইজের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে চালকদের মধ্যে বক্তব্য রাখেন, শেখ রফিকুল ইসলাম, মোঃ আনারুল ইসলাম, মোঃ জয়নাল সানা, মোঃ কবিরুল ইসলাম ও মামন মিটন সর্দার প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ’র অফিস সহকারি নাসির উদ্দীন, সীল ম্যাকানিক শেখ আমিনুর হোসেন, অফিস সহায়ক আব্দুল গফ্ফার। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর ২৩৮ জন পেশাদার চালকগন উপস্হিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত সকল পেশাজীবী গাড়ি চালকদের রাস্তায় সঠিক ভাবে গাড়ি চালানোসহ পরিচালনা করেন সেজন্য শপথ বাক্য পাঠ করান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মো: আমির হোসেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন