দেবহাটা কুলিয়ার শীর্ষ সন্ত্রাসী ও ৬টি মামলার আসামী সন্ত্রাসী মোখছেদ দেশীয় পিস্তল সহ গ্রেপ্তার হয়েছে। সূত্র জানায়, উপজেলার কুলিয়ার পুষ্পকাটি গ্রামের কেয়ামউদ্দীন গাজীর পুত্র ও স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা।
মঙ্গলবার সন্ধায় কুলিয়া ইউনিয়নের সরদার বাড়ি মোড় এলাকা থেকে দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল মৈত্র, সেকেন্ড অফিসার সাব-ইন্সপেক্টর ইয়ামিন আলী ও সাব-ইন্সপেক্টর অচিন্ত কুমার গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে তাকে আটক করে।
থানা সূত্রে জানা যায়, পুষ্পকাটি নুর ইসলামের পরিত্যাক্ত ঘরের মেঝে থেকে পলিথিনে মোড়ানো বাটসহ ১০.৫০ ইঞ্চি লম্বা লোহার তৈরী দেশীয় আগ্নেয়াস্ত্র(রিভলবার)সহ তাকে আটক করা হয়। এছাড়া তার বিরুদ্ধে ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারী জি আর-২৮/৮, ২০১৫ সালের ১১ জানুয়ারী জি আর-৮, ২০১৬ সালের ১২ এপ্রিল জি আর-৫৭,২০১৭ সালের ২০ মার্চ জি আর-১৯/১৭, ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর জি আর-১১০/১৭, ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর জি আর- ১০৯/১৮ মামলা নথিভূক্ত রয়েছে। স্থানীয় সূত্রে আরো জানা যায়, ২০১৩ সালে তার নেতৃত্বে পুষ্পকাটি সরদার বাড়ি মোড়সহ বিভিন্ন এলাকায় শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের কবর তৈরী, জামায়াতের অর্থযোগান এবং ব্যাপক নাশকতা চালানোর অভিযোগ রয়েছে। সে প্রভাবশালী ও তার কাছে অবৈধ্য অস্ত্র থাকায় কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায় না। কুলিয়া ইউনিয়নে মোখছেদ ত্রাস তাই তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী আপডেট সাতক্ষীরা ডটকম কে জানান, দেশব্যাপি মাদক-জঙ্গী -সন্ত্রাস ও অস্ত্র উদ্ধারে চলমান অভিযানের অংশ হিসাবে মোখছেদ নামের একজন চিহ্নিত সন্ত্রাসী কে আটক করা হয়েছে। আটক কালে তার কাছে একটি দেশীয় অস্ত্র পাওয়া যায়। তার বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে।
সূত্রঃনিউজ টু ডে ডটকম।